২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

এক ঘণ্টার জন্য বরিশাল জেলা প্রশাসক কলেজছাত্রী নাদিরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নাদিরা জাহান মুনাকে মঙ্গলবার দুপুরে এক ঘণ্টার জন্য বরিশাল জেলা প্রশাসকের প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকী কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন বরিশাল মহিলা কলেজছাত্রী। দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসকসহ কার্যালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব নেওয়ার পর নাদিরা বরিশালকে নারীবান্ধব করা এবং নারীর প্রতি সহিংসতা রোধসহ কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন। পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। সে সব সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মুনা বরিশাল সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী|

আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন মুনা।

নগরের রুপাতলী এলাকার মেয়ে মুনা জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার বলেন, ‘এটা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। নারী অধিকার আদায়ের পথে এটা অণুপ্রেরণা জোগাবে।’

এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, নারীরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরা ভবিষ্যতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন