২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনা আক্রান্তে বরিশালের সাবেক মেয়র আওলাদের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৬ অপরাহ্ণ, ২২ জুলাই ২০২১

করোনা আক্রান্তে বরিশালের সাবেক মেয়র আওলাদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল সিটি কর্পোরশেনের (বিসিসি) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৬৫ বছর বয়সে মারা যান তিনি।

পারিবারিক সূত্র জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছিল। ইউনাইটেড হাসপাতালে ৩ দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকায় জোহরের নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

২০০৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন দিলু। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেপ্তার ও বরখাস্ত হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান তিনি।

এদিকে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১০ জন। এরমধ্যে ৪ জন ছিল করোনা পজেটিভ, বাকিরা বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন