১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কলকাতার পথে মাশরাফিরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৯ অপরাহ্ণ, ১৪ মার্চ ২০১৬

টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের তিনটি ম্যাচ ধর্মশালার ভেন্যুতে খেলেছে বাংলাদেশ দল। বাছাই পর্বের গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী। সুপার টেন পর্বে খেলতে সোমবার দুপুর দেড়টার দিকে ধর্মশালা ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ধর্মশালা থেকে দিল্লি’র উদ্দেশে রওয়ানা হয়েছেন সাকিব-মাশরাফিরা। সেখানে থেকে কলকাতার উদ্দেশে বিমানে চাপবেন তারা। আগামী ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

তবে এদিন দলের সঙ্গে কলকাতা যাননি না তাসকিন আহমেদ। আইসিসি’র সন্দেহভাজন বোলিং অ্যাকশনের তালিকায় থাকায় ১৫ মার্চ তাসকিন চেন্নাইয়ে যাবেন পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ করেই দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন বাংলাদেশের এই তরুণ ডানহাতি পেসার।

আগামী ১৬ মার্চ টি২০ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের মিশন শুরু হবে। আগামী বুধবার সুপার টেনের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব-মাশরাফিরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে এই দল দুটি। ২১ মার্চ সুপার টেনের দ্বিতীয় ম্যাচ। ব্যাঙ্গালুরুতে মাশরাফি বাহিনীর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত ৮টায় এ ম্যাচটি শুরু হবে।

আর সুপার টেন পর্বে আগামী ২৩ মার্চ একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি২০ ফরম্যাটের ফরম্যাটের এশিয়া কাপের দুই ফাইনালিস্টের লড়াই হবে এটি। এই দুই দলের লড়াইটা গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

টি২০ বিশ্বকাপে সুপার টেনের দুটি ম্যাচ ব্যাঙ্গালুরুর ভেন্যুতে খেলে আবার কলকাতায় ফিরবে মাশরাফি বাহিনী। সেখানে সুপার টেনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়াবে।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন