২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কোহলি-রোহিতকে ছাড়িয়ে শীর্ষে মিথালি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭ অপরাহ্ণ, ১৬ নভেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন রোহিত শর্মা। এবার তার রেকর্ড ভেঙে এ তালিকায় শীর্ষে আরোহণ করেছেন ভারতের নারী ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার মিথালি রাজ।

মিথালি আগেই ছাড়িয়েছিলেন কোহলিকে। চলতি নারী বিশ্ব টি-টোয়েন্টিতে তিনি টপকে যান রোহিতকেও। আয়ারল্যান্ডের বিপক্ষে মিথালির ৫১ রানের ইনিংসে ভর করেই ৫২ রানের জয় পেয়েছে ভারত। আট বছর পরে তারা নিশ্চিত করেছে বিশ্ব টি-টোয়েন্টিতে সেমিফাইনালের টিকিট।

এখনো পর্যন্ত ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মিথালি ১৭ ফিফটিতে করেছেন ২২৮৩ রান। যা কি-না ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় অবস্থানে থাকা রোহিত শর্মা ৮৭ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে করেছেন ২২০৭ রান।

আর ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৬২টি। তাতেই ১৮টি ফিফটির মারে তার সংগ্রহ ২১০২ রান। চমকপ্রদ ব্যাপারে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও একজন নারী ক্রিকেটার।

ভারতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হারমানপ্রিত কৌর ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটির সাহায্যে করেছেন ১৮২৭ রান। তার পেছনে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে রায়নার সংগ্রহ ১৬০৫ রান, ধোনি করেছেন ১৪৮৭ রান।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন