২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চীনে ফের করোনা রোগী শনাক্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫০ অপরাহ্ণ, ৩০ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: হামারী শুরুর পর চীনে এই মাসে দুইবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমেছিল। তবে আবার নতুন করে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এর আগে আগে ২২ মে পর গেল বৃহস্পতিবার পর্যন্ত নতুন কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। তবে শুক্রবার (২৯ মে) আরও চারজনের করোনা শনাক্ত হওয়ার খবর জানায় চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটি জানায়, চারজন নতুন রোগীর প্রত্যেকেই দেশের বাইরে থেকে এসেছেন। নতুন করে কেউ মারা যাননি। মাত্র ৬৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং আরও ৪০১ জন আইসোলেশনে রয়েছেন। তাদের কারো কারো ভাইরাসের উপসর্গ থাকায় পর্যবেক্ষণে রয়েছেন, কেউ বা উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী চীনে শনিবার পর্যন্ত করোনায় ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির শিল্পাঞ্চল উহানে উৎপত্তি হওয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৯৯ জন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন