২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ২ প্রার্থীর কার্যালয় ভাঙচুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২১ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৮

ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সর্মর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ ১০ জন আহত হয়েছেন। উত্তেজিত নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালিয়ে দুই পক্ষের দুটি নির্বাচনী কার্যলয় ভাঙচুর করে।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘোষেরহাট বাজার ও আমুয়া বন্দরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়- দুপুরে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম) ঘোষেরহাট বাজারে গণসংযোগে যান। তার কর্মী-সমর্থকরা ধানের পক্ষে শ্লোগান দিলে সেখানে উপস্থিত নৌকা প্রতীকের প্রার্থী বজলুল হক হারুনের কর্মী-সমর্থকরা পাল্টা শ্লোগান দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ, আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন সরদার ও ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সোহাগ জোমাদ্দারসহ উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় বিএনপি নেতা হুমায়ুন সরদারকে বরিশালে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধানের শীষের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা অস্বীকার করে আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ফোরকান সিকদার বলেন- ‘আমি ঘটনার সময় ছিলাম না। পরে এসে দেখি আমাদের কার্যালয় ভাঙা।

ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক পান্না গোলদার বলেন- আমাদের নেতা শাহজাহান ওমর আসলে আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের একটি নির্বাচনী কার্যালয় হামলা চালিয়ে ভাংচুর করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় গ্রুপ ইট পাটকেল নিক্ষেপ করে। এতে চার থেকে পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন