২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০১৯

ঝালকাঠি প্রতিনিধি:: ‘ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়’ ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু হতে সুস্থ থাকি’ এই শ্লোগানে ঝালকাঠি জেলা পুলিশ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।

রোববার (৪ আগস্ট) বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন্সে মশার ওষুধ স্প্রে করে এ কর্মসূচির শুভ সুচনা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. কাজী শোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান।

কর্মসুচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রতিটি পুলিশ সদস্যকে তার নিজ বাসা এবং অফিসের আঙিনা পরিস্কার রাখার আহবান জানান। তিনি সবাইকে একযোগে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার পরামর্শ দেন। এছাড়া জেলার প্রতিটি থানা, পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাড়িতে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন