১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২ মেয়ে ও ২ নাতিকে হারিয়ে পাগল প্রায় বৃদ্ধ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:১৮ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরের সাংগর গ্রামের চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ২ বোনকে। মেয়েদের কবরের পাশে বসে বুকফাটা আহাজারি করেন বৃদ্ধ বারেক মৃধা। “আহারে আমার সোনারে, কত যত্নে তোদের বড় করেছি।

তোরা আমার বুকটারে এভাবে খালি করে গেলি কেন। আল্লাহ মেয়ে নিলো, জামাই নিলো, সাথে নাতি দুটোকেও নিয়ে গেলো আমি এখন কিভাবে বাঁচবো। কে আমার খোজ খবর নিবে। তোদের জন্য আমিও আর বেশিদিন বাঁচতে পারবো না।”

এভাবেই বুক থাপড়িয়ে আহাজারী করায় এলাকায় শোকের ছায়া বিরাজ করে। শোকে মুহ্যমান পরিবারের সাথে কাঁদেন এলাকাবাসীও। অকাল এবং আকস্মিক মৃত্যুতে শান্তনা দিতেও বাকরুদ্ধ হয়ে পড়েন উপস্থিত স্বজন এবং এলাকাবাসী।

স্বজনরা জানান, রাজাপুর উপজেলার সাংগর গ্রামের একই পরিবার থেকে ৬ জনে দুপুরের ভাত খেয়ে একটি প্রাইভেটকারে বরিশাল যাচ্ছিলো। গাবখান ব্রিজের টোল প্লাজায় দাড়িয়ে টোল দিচ্ছিলো ড্রাইভার। ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা একই পরিবারের হাসিবুর রহমান (৩২), স্ত্রী নাহিদা আক্তার (২৭), সন্তান তাকিয়া (সাড়ে চার বছর), তাহমিদ (৮ মাস), সদ্য বিবাহিত বিমানবাহিনীর সদস্য ইমরান (২৬) ও তার স্ত্রী নিপা (২২) ঘটনাস্থলেই নিহত হয়।

নাহিদা ও নিপাকে পিত্রালয়েই সকাল ৯টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হয়। ঘরে বসে বিলাপ করতে করতে এসব কথা বলছিলেন নাহিদার বোন তরিকা আক্তার। সে সাংগর গ্রামের আব্দুল বারেকের কন্যা।

তরিকা আক্তার জানান, দুপুর দেড়টার দিকে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষে প্রাইভেট কারে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে দুর্ঘটনায় মারা যান। বিলাপ করতে করতে বলেন, ওরে নাহিদা, ওরে নিপা তোদের ছাড়া আমি কেমনে থাকবো। তোদের ছোট ছোট সন্তানদেরও আদোর করে দিলাম। এটাই যদি শেষ আদোর হবে বুজতাম তাহলে আরো বেশি করে আদোর দিতাম।

আহাজারি করে আরো জানান, ছোট বোন নিপার একমাস আগে বিয়ে হয়েছে। বোনজামাই বিমান বাহিনীতে চাকুরী করে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তুলেও নেয়া হয়নি। ওদের হাতের মেহেদীও এখন পর্যন্ত মুছে নাই। নববিবাহিত দম্পতির ইচ্ছা ছিলো বরিশাল থেকে কুয়াকাটা গিয়ে হানিমুন করবে। কিন্তু সেই ইচ্ছা আর পুরণ হলো না। এখন হানিমুনের পরিবর্তে অন্তিম শয়নে শায়িত হয়েছে।

উল্লেখ্য, ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও ৩টি অটোরিক্সা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ চৌদ্দজন নিহত হয়েছে। বুধবার দুপুর দুইটায় পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

62 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন