৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ২৩ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি মামলার প্রধান আসামি ডাকাত সর্দার দিপক বড়ালকে (৪০) গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।  সোমবার (২২ এপ্রিল) রাত পৌনে ৪টার দিকে কাঠালিয়ার বানাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০ মার্চ রাত ১টার দিকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীর (৭০) বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রাখা মোট ২০ ভরি স্বর্ণ, নগদ বিরানব্বই হাজার টাকা, একটি মোবাইল ও সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বরিশাল জেলার বিমানবন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেপ্তারকৃত আসামির ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং ঘটনার পর থেকে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবরে একটি আধিযাচনপত্র পাঠায়।

ছায়াতদন্ত ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বরিশাল র‌্যাব-৮এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দল সোমবার ভোর পৌনে ৪টায় ঝালকাঠি জেলার বানাই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার প্রধান আসামি ডাকাত সর্দার দিপক বড়ালকে গ্রেপ্তার করে।

তিনি উপজেলার বিলছোনাউডা গ্রামের শ্রী ধীরেন চন্দ্র বড়ালের ছেলে। গ্রেপ্তারের পর আসামি ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে জানায়, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়াও আসামির নামে কাঠালিয়া থানায় পৃথক ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামি দিপক বড়ালকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আসামি দিপক বড়ালকে র‌্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

63 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন