২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

দুমকীতে অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৮ অপরাহ্ণ, ০৮ মে ২০২৪

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের কর্তৃক স্থাপিত নির্বাচনী ক্যাম্পগুলো ভেঙে দিয়েছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ। গতকাল মঙ্গলবার(৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার থানা ব্রিজ, নতুন বাজার, পাগলার মোর এলাকায় নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করে স্থাপিত ওই ক্যম্পগুলো ভেঙে দেয়া হয়।

এছাড়া বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় এলাকার বিভিন্ন প্রার্থীর অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। এর আগে গত সোমবার বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার নির্বাচনী কাজে সরকারী গাড়ি অবৈধভাবে ব্যবহার করায় গাড়ি জব্দ করেন ইউএনও।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচারণ বিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা ক্যাম্প স্থাপন করতে পারবেন।’

 

104 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন