২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দৌলতখানে ৯ পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ০৯ ফেব্রুয়ারি ২০২০

ভোলার দৌলতখানে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র ও সমমান দাখিল আরবি সাহিত্য দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  রবিবার (৯ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা চলাকালে দৌলতখান উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের রোমান, মো. জিহাদ মোমেন, ও ফাতিয়া তাছলিম মালিহা। আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের মো. জাবেদ ওমর, তানিয়া আক্তার।

অন্যদিকে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজ দাখিল মাদরাসা কেন্দ্র থেকে মো. হোসেন, জাকির হোসেন, আ. রাজ্জাক ও আজাদ হোসেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি কেন্দ্র সচিব শীব সংকর দেবনাথ, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি কেন্দ্র সচিব এম এ তাহের ও দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের দাখিল কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. আবদুছ ছামাদ।

এ দিকে, ওইদিন বরিশাল শিক্ষা বোর্ডের সঞ্জয় কুমার বিশ্বাসের নেতৃত্বে আট সদস্যের একটি টিম উপজেলা তিনটি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে ছিলেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন