১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নকসা প্রনয়নে কর্মশালা: কুয়াকাটা খালের দুই পাড়ে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৮ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খালের দুই পাড়ের সৌন্দর্য বর্ধন ও পরিকল্পনা বিষয়ক এক নকসা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খালের দুই পাড়ের এক্সেস রোড, ফুটব্রিজ, র‌্যাম্প ওয়াকওয়ে, বোর্ডওয়াক, ৩টি ঘাট, বসার শেড, বোট রাইডিং, ফ্লোটিং গার্ডেন, মার্কেট, রেস্তোঁরা, আলোক সজ্জা, পাবলিক টয়লেট, পানিয় জলের ব্যবস্থা, মানচিত্র, নিরাপত্তা ক্যামেরা, বৃক্ষরোপণ, ঝর্ণা, খাল খনন সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে প্রস্তাবিত এই নকশায়। উপক‚লীয় এলাকার শহর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও জলবায়ু প্রতিরোধ (সিটিসিআরপি) প্রকল্পের আওতায় সমন্বিত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে এ সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়।

এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি’র অর্থায়নে এলজিইডি এ কাজ বাস্তবায়ন করবে বলে জানান সংশ্লিষ্টরা। পৌর প্যানেল মেয়র মো.মনির শরীফ’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মো.মাহফুজ রহমান, প্যানেল মেয়র-২ মো.শহিদ দেওয়ান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, পর্যটন উদ্যোক্তা হাসনুল ইকবাল, কাউন্সিলর মো.তৈয়বুর রহমান, মো.ফজলুল হক খান, আবুল হোসেন ফরাজী, মো.মজিবর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী আজাদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালায় প্রকল্পের ধারণাগত নকশা প্রনয়ন এবং এর বাস্তবায়ন নিয়ে খোলামেলা মতামত উপস্থাপন করা হয়। প্রকল্প বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আরবান ডিজাইনার ও এডিবির কনসালট্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান।

জলবায়ু সহনশীল, সবুজ অবকাঠামো এবং প্রকৃতি ভিত্তিক পর্যটন নগরী গড়ে তুলতে এমন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া কুয়াকাটা খালের সৌন্দর্য বর্ধন করা হলে পর্যটক সহ স্থানীয়দের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে এমনটাই জানিয়েছেন কুয়াকাটা পৌর কতৃপক্ষ।

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন