২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নলছিটিতে তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১১ অপরাহ্ণ, ২৬ মে ২০২২

নলছিটিতে তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নলছিটি:: ঝালকাঠির নলছিটিতে ‘নারী ও শিশুর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. কে.এম মাহবুবুর রহমান সেন্টুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল-আমিন, রূপাতলি জাগুয়া কলেজের সহকারি অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মিলন কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারি তথ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তপন প্রমুখ।

এসময় মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সচিব মো. আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, ইউপি সদস্য মিন্টু সিকদার, মো. আক্কাস আলি সরদার, মো. রব হাওলাদার, সাংবাদিক গোলাম মাওলা শান্ত, মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তরা বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, পরিবেশ সুরক্ষা, গুজব সন্ত্রাস প্রতিরোধ পুষ্টিহীনতা, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্বসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন