২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নলছিটিতে সরকারি জমিতে কথিত ছাত্রলীগ নেতার দোকান নির্মাণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০২ অপরাহ্ণ, ২৭ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠির নলছিটির দপদপিয়া ফেরিঘাট বাজারে অবৈধভাবে সড়ক জনপথের জমি দখল করে স্টল নির্মাণ করছেন কথিত ছাত্রলীগ নেতা সোহাগ হাওলাদার। নলছিটি উপজেলার ৯ নম্বর দপদপিয়া ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে সোহাগ নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে নানা অপকর্ম করে বেড়ায় এলাকায়। কিন্তু তার এসব অপকর্মের কেউ প্রতিবাদ করার সাহস পায়না বলে জানান স্থানীয় বাসিন্দারা। কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাকে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্থা করা হয় বলে জানান ভুক্তভোগীরা।

সর্বশেষ গত ৭-৮ দিন পূর্বে হঠাৎ করে দপদপিয়া ফেরিঘাট বাজারস্থ সড়ক জনপথের জমি অবৈধভাবে দখল করে স্টলঘর নির্মানের কাজ শুরু করেন। সরেজমিনে পরিদর্শনকালে সোহাগ হাওলাদার জানান, এ জমি জেলা প্রশাসন থেকে লিজ নেওয়া হয়েছে। অথচ জমি হচ্ছে সড়ক জনপথ বিভাগের।

এ সময় অবৈধ দখলদার সোহাগ হাওলাদার সাংবাদিকদের নিয়ে কু-রুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন ব্যক্তিদের পরিচয় দেন।

এ বিষয় ঝালকাঠি জেলার সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামিমা ইয়াসমিন বরিশালটাইমসকে বলেন, দপদপিয়া এলাকার সড়ক জনপথের কোন জমি লিজ দেওয়া হয় নাই। সেখানে যদি কোন অবৈধ স্থাপনা গড়ে ওঠে তবে অবশ্যই তা উচ্ছেদ করা হবে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন