২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নুরজাহানের ঘর নির্মাণে এমপি রত্না আমিন এবং ইউএনও সজল চন্দ্র শীলের অর্থসহায়তা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩০ অপরাহ্ণ, ২৩ মার্চ ২০২৩

নুরজাহানের ঘর নির্মাণে এমপি রত্না আমিন এবং ইউএনও সজল চন্দ্র শীলের অর্থসহায়তা

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম ১৫ বছর যাবত বিধবা। স্বামীর মৃত্যুর পর থেকেই ১৫ বছর যাবত ভিক্ষা করেই সংসার চলছে তার। নুরজাহান বেগমের বাবার বাড়ি বাকেরগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।

মৃত মো: মতি হাওলাদারের কন্যা নুরজাহান বেগম। তবে নুরজাহান বেগমের বর্তমানে কোনো জায়গা জমি নেই। ভূমিহীন ও গৃহহীন দুটোই নুরজাহান বেগম। দুটি ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। নাম মো: বাদশা (২৩) ও বাদল (১৬) দুই পুত্র প্রতিবন্ধী। কন্যাকে বিয়ে দিয়েছেন, রয়েছে স্বামীর বাড়িতে। দুই পুত্রের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অচল, অক্ষম। এখন নুরজাহান বেগম দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে পৌরসভার ৮ নং ওয়ার্ডে বাবার বাড়িতে পরের জমিতে থাকেন একটি ঝুপড়ি ঘরে।

বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিপ্লব মিত্র বাকেরগঞ্জের সংসদ সদস্য রত্না আমিনকে নুরজাহানের ঘর নির্মাণের বিষয়টি জানালে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) এমপি রত্না আমিন নুরজাহানের ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো: ইজাজুল হক, সাব-রেজিস্ট্রার হারুন আল ঈশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, পাদ্রীশিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান বাবু অর্থিক সহায়তা প্রদান করেছেন।

নুরজাহানের করুন পরিণতি নিয়ে বরিশালটাইমসের প্রতিবেদক জিয়াউল হক সংবাদ প্রকাশের পরে নিয়ামতি ইউনিয়নের মহেশপুর গ্রামের শহিদুল ইসলাম নুরজাহানের গৃহ নির্মাণের জন্য দুই বান টিন প্রদান করেছেন। এখন নুরজাহানের ঘর নির্মাণের কাজ চলছে। কিছুদিনের মধ্যে নুরজাহানের স্বপ্ন পূরণ হবে। নুরজাহানের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন