২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পুলিশ দেখেই অসুস্থ আসামি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

পুলিশ দেখেই অসুস্থ আসামি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় চুরির মামলার গ্রেফতারের অভিযানকালে মো. নাসির উদ্দিন (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে নগরের শহীদ নগর এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দারা এই অভিযান চালায়। মৃত মো. নাসির উদ্দিন, একই এলাকার মৃত বজল আহমদের ছেলে।

মৃতের ছোট ভাই মো. জাহাঙ্গীর আলম জানান, আমাদের পরিবার পরিজন নিয়ে নগরের পশ্চিম শহীদ নগর এলাকায় থাকি। বৃহস্পতিবার রাতে ডিবিসহ ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য বাড়িতে আসেন। তারা এসেই আমার ভাইয়ের বিরুদ্ধে গরু চুরি মামলা আছে বলে জানান।

আমার ভাই তাদের অসুস্থতার কথা জানান। কিন্তু তারা তাকে ধরে নিয়ে যেতে চেষ্টা করলেও আমরা জোর করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার আগেই আমার ভাইয়ের মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা গরু চুরির মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে নাছিরের নাম আসে।

অভিযানের সময় পুলিশ নাছিরের সঙ্গে কথা বলে। অসুস্থ থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। তার আগে থেকে হার্টের সমস্যা ছিল। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হয়েছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন