১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭ অপরাহ্ণ, ০১ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় হঠাৎ সমুদ্র উত্তাল হলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যান।

এদিকে ঘটনার পরপরই দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পাঁছ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম খান বলেন, ‘আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নৌ পুলিশের সহায়তায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

48 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন