২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরগুনায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৭:২৩ অপরাহ্ণ, ০৪ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, রোববার (৩ অক্টোবর) দিনগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নিশানবাড়িয়া-সোনাকাটা মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন ১৪ জন জেলে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড ও তালতলী নৌ-পুলিশ।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওসার হোসেন জানান, আটক হওয়া ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দেয় তালতলী উপজেলা প্রশাসন। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার জাল, তিনটি ফিশিংবোট ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সোমবার (৪ অক্টোবর) সকালে জালগুলো নষ্ট করে দেওয়া হয় এবং জব্দ করা ইলিশ গুলো এতীমখানায় দান করা হয়।

আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

৪-২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীকে জেল-জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন