২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৪০ অপরাহ্ণ, ১০ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে অংশ নেওয়া মোট ২১ প্রার্থীর মধ্যে ৬ আওয়ামী লীগ নেতাসহ ৭ প্রার্থী জামানত হারাচ্ছেন। বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে জামানত হারাচ্ছে স্থানীয় আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল ইসলাম ছবি। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ ও আওয়ামী লীগ নেতা হাদিস মীর এ তালিকায় রয়েছেন।

এছাড়া এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মারিয়া আক্তার জামানত হারাচ্ছেন। অন্যদিকে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা জামানত হারাবেন। তারা হলেন, ফিরোজ আলম খান ও কামরুল ইসলাম খান। একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা শাহবাজ মিঞা জামানত হারাবেন।

নির্বাচনে জামানত রক্ষা করতে হলে মোট গ্রহণ করা ভোটের ১৫ ভাগ পেতে হবে। সে হিসেবে বরিশাল সদর উপজেলায় জামানত রক্ষা করতে হলে ১১ হাজার ১৬৪ ভোট পেতে হবে। অন্যদিকে বাকেরগঞ্জ উপজেলায় জামানত বাঁচাতে ১১ হাজার ৮৮১ ভোট বাগে নিতে হবে। বরিশাল সদর উপজেলা মোট ৭৪ হাজার ৪৩২টি ভোট গ্রহণ হয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় মোট ভোট গ্রহণের সংখ্যা ৭৯ হাজার ২০৮টি।

তথ্যমতে, বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন জামানত হারাবেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম ছবি পেয়েছেন ৭ হাজার ৮৬৮ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ ৫ হাজার ৪৭৮ ভোট এবং হাদিস মীর ৮ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মারিয়া আক্তার ১০ হাজার ৩২২ ভোট পেয়ে জামানত হারানোর পথে রয়েছেন।

অন্যদিকে বাকেরগঞ্জ উপজেলায় জামানত হারানোর তালিকায় রয়েছে চেয়ারম্যান পদে দুই ও ভাইস চেয়ারম্যান পদে একজন আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম খান ১ হাজার ৭০ ভোট এবং কামরুল ইসলাম খান ২৮৫ ভোট পেয়েছে। একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শাহবাজ মিঞা পেয়েছেন ৪ হাজার ৮২৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী বলেন, জামানত রক্ষা করতে হলে নিয়মানুযায়ী মোট গ্রহণ করা ভোটের ১৫ ভাগ পেতে হবে। যারা এ সংখ্যক ভোট পাবেন না তারা জামানত হারাবেন।

প্রসঙ্গত: গত ৮ মে বরিশালের এ দুই উপজেলায় নির্বাচন হয়। এ নির্বাচনে বরিশাল সদর উপজেলা থেকে পাঁচ চেয়ারম্যান প্রার্থী, চার ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যদিকে বাকেরগঞ্জ উপজেলায় চার চেয়ারম্যান প্রার্থী, তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

94 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন