১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে বাল্কহেডের ধাক্কায় সিমেন্টবোঝাই ট্রলারডুবি: শ্রমিক আহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ২৯ জুলাই ২০২২

বরিশালে বাল্কহেডের ধাক্কায় সিমেন্টবোঝাই ট্রলারডুবি: শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আর্শেদের খেয়াঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বরিশালটাইমসকে জানান, নগরীর অ‌্যাংকর সি‌মেন্ট কারখানা থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। ট্রলারটি উপজেলার কলসকাঠি ইউনিয়নের আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরিতমুখী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

ওসি বলেন, ‘ট্রলারটিতে দুজন যাত্রী ছিল। তারা সাতরে তীরে উঠেছেন। এর মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বরিশালটাইমসকে জানান, নগরী থেকে সিমেন্ট নিয়ে ট্রলারটি কোথায় যাচ্ছিল তা জানা যায়নি।

এসআই বলেন, রাত সাড়ে ৮টার দিকে নদীর আর্শেদের খেয়াঘাটে বাল্কহেডে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা রিপন নামে একজন আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন