১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাউফলে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা!

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ০৪ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা করায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ। শুক্রবার ওই প্রার্থীকে শোকজ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ঘোড়া মার্কার প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার প্রচুরসংখ্যক কর্মী-সমর্থক ও দুইটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন। যা বিধিমালা অনুযায়ী নিষিদ্ধ। প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।

নোটিশে এ অপরাধে কেন তার প্রার্থিতা বাতিলের জন্য কমিশনে অবহিত করা হবে না তার ব্যাখ্যা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদারের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। আগামী ২১ মে ২য় ধাপে অনুষ্ঠিত হবে বাউফল উপজেলা পরিষদ নির্বাচন।

55 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন