২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাকেরগঞ্জে অবৈধ ভাবে জ্বালানি তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯ অপরাহ্ণ, ০৪ অক্টোবর ২০২২

বাকেরগঞ্জে অবৈধ ভাবে জ্বালানি তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মোঃ ইজাজুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন করে অবৈধ ভাবে মুদি দোকানে বোতল জাত করে পেট্রোল বিক্রি করায় পৌরসভার চৌরাস্তা (সিনেমা হল) এলাকার দুই ব্যবসায়ী কে অসৎ উপায় ব্যাবসা পরিচালনা করায় মেসার্স আরব আলী স্টোর এর মালিক কে ৫ হাজার টাকা ও মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ এর মালিক কে ৫ হাজার টাকা দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।

এ আদালত পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মোঃ ইজাজুল হক গণমাধ্যমকে জানান লাইসেন্স ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির পেট্রোলিয়াম আইন-২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন