১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে নারী সন্ত্রাসী নিয়ে যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৯ অপরাহ্ণ, ২১ জুলাই ২০২২

বাবুগঞ্জে নারী সন্ত্রাসী নিয়ে যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ☞ বরিশালের বাবুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক যুবলীগ নেতার ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। নির্মাণাধীন ভবনে চাঁদার দাবিতে নারী সন্ত্রাসী নিয়ে ওই হামলা চালিয়ে আহত করার অভিযোগ করেছেন ভুক্তভোগী মাধবপাশা ইউনিয়ন যুবলীগ সম্পাদক কাজী ইমরান হোসেন সাবু। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা কাজী ইমরান হোসেন সাবু কিছুদিন আগে তার গ্রামের বাড়িতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করলে তাতে বাঁধা দেন একই গ্রামের কাজী আনোয়ার হোসেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গতকাল সকালে কাজী আনোয়ার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান বলে জানায় স্থানীয়রা।

হামলায় আহত যুবলীগ নেতা কাজী ইমরান হোসেন সাবু বলেন, ‘গ্রামের বাড়িতে ভবন নির্মাণ কাজ শুরু করলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন কাজী আনোয়ার হোসেন। ওই টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নির্মাণ কাজ বন্ধ করার জন্য কাজী আনোয়ারের নেতৃত্বে এলাকার চিহ্নিত নারী সন্ত্রাসী ফারহানা আক্তার তার ৬-৭ জনের সশস্ত্র বাহিনী নিয়ে তাকে বেধড়ক মারপিট করে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।’

এদিকে মামলা থেকে বাঁচতে হামলাকারীরা গিয়ে উল্টো হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী যুবলীগ নেতা কাজী ইমরান হোসেন সাবু। এ ঘটনায় তিনি এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এয়ারপোর্ট থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই হামলার একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত কাজী আনোয়ার এবং ফারহানার নামে এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।’ এদিকে ঘটনার পরে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। #

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন