১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭ অপরাহ্ণ, ১৭ মার্চ ২০২২

বাবুগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে উৎসবমূখর পরিবেশে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনভর বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরে বর্ণিল একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা আক্তার-উজ-জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় এসময় অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ নাহিদুল ইসলাম, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, শাহ আলম সিকদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন রুম্মন, শিক্ষার্থী আমিনা রহমান সেতু প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপরে উৎসবমূখর পরিবেশে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বিশালাকৃতির কেক কেটে উপস্থিত সবাইকে খাওয়ানো হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদসহ সকল মসজিদে দোয়া-মোনাজাত, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ মাঠে সপ্তাহব্যাপী মুক্তি উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে সপ্তাহব্যাপী (১৭-২৩ মার্চ) ওই সুবর্ণজয়ন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। সন্ধ্যায় মেলার মাঠে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করে শিশু একাডেমির শিল্পীরা।

 

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন