২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৯ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন ::  সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি এক্সাভেটরকে (ভেকু) সাইড দিতে গিয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত এবং আহত হয়েছে আরও ২০ জন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দিনা গ্রামের আম্বিয়া বেগম (৫৮), ঐশী বাসের হেলপার ও অজ্ঞাত এক যাত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান,মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুর নামক স্থানে তাড়াশগামী ঐশী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনজন।

পরে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আক্তারুজ্জামান জানান, আহত ২০ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন