১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে চিত্রাংকন প্রতিযোগিতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৮ অপরাহ্ণ, ০৫ জুন ২০১৮

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন ও উদ্দীপন ওয়টার ক্রেডিট (ওয়াশ) কর্মসূচি’র উদ্দ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। এ বছরে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’।

মঙ্গলবার (০৫ জুন) দুপুরে রণজিয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ম্যানিজিং কমিটির সভাপতি সাংবাদিক সরদার শুকুর আহমেদ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোল্লা আবদুর রব, মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল ইসলাম, উদ্দীপন ওয়াটার ক্রেডিট (ওয়াশ) কর্মসূচি’র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ, উদ্দীপন অন্যান্য কর্মসূচির কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালন করেন উদ্দীপন ওয়াটার ক্রেডিট (ওয়াশ) কর্মসূচি’র সুপারভাইজার মো. শাকিল আহম্মেদ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমান তার বক্তব্যে বলেন- প্লাস্টিক দ্রব্য সামগ্রীতে একটি ত্রিভুজ আকারের চিহ্ন থাকে এবং সে চিহ্নের ভিতর কখনো ১, কখনো ২ এভাবে ০৭ পর্যন্ত নম্বর লেখা তাকে। যদি কোন প্লাস্টিক জাত দ্রব্যে ওই ত্রিকোণের ভিতর ০১ অথবা ০৩ অথবা ০৬ অথবা ০৭ লেখা থাকে তাহলে সেটা ব্যবহার করা আমাদের জন্য ক্ষতিকর। আর যদি ০২ অথবা ০৪ অথবা ০৫ থাকে সেটা পুনঃব্যবহার করা যাবে। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন- পরিবেশকে প্লাস্টিকের দূষণ থেকে বাঁচাতে প্লাস্টিক দ্রব্য সামগ্রী ব্যবহাওে সচেতন হতে হবেএবং যতটা সম্ভব প্লাস্টিক দ্রব্য ব্যবহার না করা যায় সেদিকে সচেষ্ট হতে হবে।’

পরে স্কুলের ৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ”প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশ দূষিত করে” বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিরা অত্যন্ত চমৎকারভাবে তাদের রং তুলিতে প্লাস্টিক দূষণের বাস্তব চিত্র ফুটিয়ে তুলে শিক্ষার্থীরা। প্রতিযোগিদের (৬ষ্ঠ শ্রেণি-৭ম শ্রেণি ) ক- বিভাগ এবং (৮ম, ৯ম এবং ১০ম শ্রেণি) খ-বিভাগ এই ০২ ভাগে বিভক্ত করা হয়। প্রতি বিভাগ থেকে ০৩ জন করে মোট ০৬ জন প্রতিযোগীকে প্রধান অতিথি পুরস্কারস্বরুপ ছবি আঁকার উপরণ এবং গাছের চারা প্রদান করেন।

এছাড়া উপস্থিত সকলের মাঝে উদ্দীপন ওয়টার ক্রেডিট (ওয়াশ) কর্মসূচি’র বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।’

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন