২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলায় নিহত ১৪

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় মালি সীমান্তবর্তী এলাকায় জিহাদের হামলায় ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে। সোমবার দেশটির সেনাবাহিনী একথা জানায়। সেখানে হামলার পর সেনা সদস্যরা উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে অভিযান চালায়। এতে ১৪৬ জঙ্গি নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর এএফপি’র।

উয়াগাদোগোতে জি৫ সাহেল শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এ জিহাদি হামলা চালানো হলো। মালি সীমান্তবর্তী ইয়াতেনতা প্রদেশের কাইন শহরে চালানো এ হামলা দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লামোসা ফোফানা এক বিবৃতিতে বলেন, ‘কাইনে সন্ত্রাসী হামলায় ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এ হামলার জবাবে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত বানহ’র কাইন শহর ও বোম্বোরোর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।’

বিবৃতিতে আরো বলা হয়, তিনটি এলাকায় ‘স্থল ও বিমান হামলা চালানো হয়। এতে ১৪৬ সন্ত্রাসী নিহত হয়।’

সেনাবাহিনী জানায়, এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সামান্য আহত হয়েছে। তবে তাদের কেউ নিহত হয়নি। তারা আরো জানায়, সন্ত্রাসীরা যে এলাকাগুলোতে হামলা চালিয়েছে, সেখানে অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জিহাদিদের হামলায় অনেক সামরিক ও বেসামরিক লোক নিহত হয়।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন