২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বোরহানউদ্দিন থানার পুলিশ কনস্টেবলকে জেলহাজতে প্রেরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৭ অপরাহ্ণ, ০৫ নভেম্বর ২০১৯

প্রতিনিধি, ভোলা :: ফেসবুকে পরিচয়ের সূত্রধরে অপরের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার মামলায় এক পুলিশ কনস্টেবলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক। আজ মঙ্গলবার সকালে বরিশালের মেট্রোপলিটন আমলী-৪ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শামীম আহমেদ ওই নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদি আসামিদের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন ভোলার বোরহানউদ্দিন থানার পুলিশ কনস্টেবল এইচএম রায়হান রাফী ও বাদীর স্ত্রী সুমনা ইসলাম সোমা। এজাহারে জানা গেছে, নগরীর বটতলা এলাকার কামাল হোসেন মামলায় উল্লেখ করেন, ২০১৫ সনের ১২ জুন বটতলার রাজু মিয়ার পুল এলাকার বাসিন্দা মৃত রাজু আহম্মেদের কন্যা সুমনা ইসলাম সোমার সাথে সামাজিকভাবে তার (কামাল হোসেন) বিয়ে হয়। ১নং আসামি পুলিশ কনস্টেবলের সাথে ২নং আসামি সুমনা ইসলাম সোমার ফেসবুকে পরিচয় হয়। এরপর ২নং আসামি বাদির ঢাকায় ভাড়া বাসা থেকে স্বর্ণলংকারসহ দুইলাখ টাকার মালামাল নিয়ে পুলিশ কনস্টেবল এর সাথে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর গত ১৩ অক্টোবর মামলার ২নং আসামি বাদীর স্ত্রী সোমা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। একই তারিখে মামলার অপর আসামি পুলিশ কনস্টেবল এইচএম রায়হান রাফীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিচারক। মঙ্গলবার সকালে মামলার ১নং আসামি পুলিশ কনস্টবল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন