২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মানবিক এএসআই শহীদুল, রক্তাক্ত বৃদ্ধকে উদ্ধার করে ভর্তি করলেন হাসপাতালে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৬ অপরাহ্ণ, ১৬ মার্চ ২০২০

হায় কি কষ্ট, কত রক্তই না ঝরছে লোকটির। আফসোসের যেন শেষ নেই। ভোর থেকে শত শত মানুষ এ অবস্থা প্রত্যক্ষ করলেও মানুষটির সেবায় কেউই এগিয়ে এলেন না। সকলেই মুখে আফসোসের দুটি বাক্য ছুড়ে দিয়ে অথবা কেউবা মুঠো ফোনে ছবি তুলে চলে যাচ্ছেন যে যার গন্তব্যে। পিরোজপুরের স্বরূপকাঠি-বরিশাল সড়কের ঢাকা ফার্নিচারের সামনে সড়কের ওপর এভাবেই পড়ে কাতরাচ্ছিলেন অজ্ঞাত এক বৃদ্ধ পথিক। তার নাক থেকে রক্ত ঝড়ছিল। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় কর্মরত ডিএসবির এএসআই শহীদুল ইসলাম।

তিনি অবস্থা দেখে ঢাকা ফার্নিচারের এক কর্মীকে নিয়ে ওই লোকাটিকে রিকসায় তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরুখ মালিক তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। এ খবর নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানতে পেরে এএসআই শহীদুল ইসলামকে ডেকে তাকে ওই লোকটির সার্বক্ষনিক খোঁজ খবর রাখতে নির্দেশ দেন। সুস্থ হলে তাকে তার ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। বিকালে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ওই লোকটি হাসপাতালের বেডে ঘুমাচ্ছেন।

এ এস আই শহীদুল তার কাজের ফাঁকেফাঁকে লোকটি খোঁজ খবর রাখছেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন