২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৫ অপরাহ্ণ, ২৫ মে ২০১৮

লিবিয়ার পূর্বাঞ্চলে বেনগাজি নগরীর কেন্দ্রস্থলে বৃহস্পতিবার গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বেনগাজির তিবেশটি হোটেলের কাছে ব্যস্ততাম সড়কে এ বিস্ফোরণে ঘটে।

এ সড়কে পবিত্র রমজান উপলক্ষে লোকজনের ব্যাপক ভিড় ছিল। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

এই হামলার জন্য কোন পক্ষ দায় স্বীকার করেনি। তবে লিবিয়ান কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসীরা এই বার্তা দিতে চায় যে, বেনগাজি নিরাপদ নয়।’

২০১১ সালে লিবিয়ায় গণজাগরণ এবং মোয়াম্মার গাদ্দাফির হত্যার পর থেকেই দুই প্রতিদ্বন্দ্বী কর্তৃপক্ষ এবং বিভিন্ন জঙ্গি গ্রুপ তেল সমৃদ্ধ দেশটির নিয়ন্ত্রণের জন্য সংঘাতে জড়িত রয়েছে।

এর আগে গত জানুয়ারিতে একটি মসজিদের সামনে গাড়ি বোমায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। গত ফেব্রুয়ারিতে অপর এক হামলায় একজন নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছে।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন