২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

হজ ২০১৯ : প্রাক নিবন্ধন সম্পন্নের আহ্বান মন্ত্রণালয়ের

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৫ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০১৮

আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে সৌদি আরবে পবিত্র হজ গমনেচ্ছু ধর্মপ্রাণ মুসলমানদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ইতোমধ্যেই বেসরকারি এজেন্সির মাধ্যমে ২০১৯ সালে হজ গমনেচ্ছুদের প্রাক নিবন্ধনের কোটা পূরণ হয়ে গেছে। শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সুযোগ এখনও রয়েছে। নির্ধারিত কোটা পূরণের আগেই প্রাক নিবন্ধন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে।

প্রাক নিবন্ধনের জন্য যেসব স্থানে যোগাযোগ করতে বলা হয়েছে সেগুলো হলো: হজ অফিস, সকল জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামি ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা কার্য়ালয়, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসমূহ।

এ ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টাল থেকে অ্যাপসের মাধ্যমে যে কেউ নিজেই নিবন্ধন করতে পারবেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন