৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

এইচএসসি পরীক্ষার্থী নিহত, ৬ ঘর ভাঙচুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল ২০১৬

বরিশাল: জেলার সদর উপজেলার লাকুটিয়ায় কুপিয়ে যখম করা এইচএসসি পরীক্ষার্থী রমজান হাওলাদার (১৯) মারা যাওয়ায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও অভিযুক্তদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। রোববার বেলা ১১টায় এই ঘটনা ঘটে। রমজান নগরীর কাউনিয়া আব্দুর রব সেরনিয়াবাত কলেজের শিক্ষার্থী এবং চরবাড়িয়ার উলাল বাটনা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

 

নিহতের চাচাতো ভাই মো. লোকমান জানান, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে রমজানকে পাশ্ববর্তী লাকুটিয়ায় বাজারে ডেকে নেয়া হয়। এর পরে রমজানকে পিটিয়ে এবং এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত রমজানকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে  রেফার করেন চিকিৎসক। ঢাকা নেয়ার পথে শনিবার দিবাগত রাত ৩ টায় রমজানের মৃত্যু হয়।

 

রমজানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং গাছ ফেলে সড়ক অবরোধ করে। এসময় লাকুটিয়া বাজার সংলগ্ন  মেঘিয়া গ্রামের সিকদার পাড়ায় ৬টি ঘর ভাঙচুর করে। বিমান বন্দর থানার সহকারী কমিশনার আজাদ রহমান জানান, ঘটনার সাথে জড়িত সাব্বির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন