৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

কামড়ে স্বামীর জিহ্বা কেটে ফেললেন স্ত্রী!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ৩১ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কামড় দিয়ে স্বামীর জিহ্বা কেটে ফেলেছে স্ত্রী। স্বামী মামুন মিয়াকে (২২) কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার চর পলাশ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ মাস আগে চর পলাশ গ্রামের শামসুদ্দিনের ছেলে মামুন মিয়ার সঙ্গে চন্ডিপাশা গ্রামের হারুন মিয়ার মেয়ে নূপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ তৈরি হয়। এর জের ধরে গতকাল শনিবার রাতে স্ত্রী নূপুর প্রথমে স্বামীর অন্ডকোষ চেপে ধরে। এ সময় স্বামী মামুন চিৎকার দিয়ে জিহ্বা বের করলে নূপুর জিহ্বায় কামড় দিয়ে কেটে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সুখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু বলেন, ‘যে স্ত্রী স্বামীর জিহ্বা কেটে দিতে পারে তাকে নিয়ে সংসার করা নিরাপদ নয়। তাই আইনের আশ্রয় নিতে আমি ছেলেপক্ষকে বলে দিয়েছি।’
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন