৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৫ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিরোধীয় জমি চাষাবাদ নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন- উপজেলার কবুতরখালী গ্রামের কৃষক নারায়ণ চন্দ্র হালদার (৬৭), স্ত্রী বেলা রাণী (৫৮), মেয়ে সাথী রানী (২৩), শালিকা লাভনী (৬০)। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার কবুতরখালী গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও আহত সূত্রে জানা গেছে, গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের নারায়ণ চন্দ্র হালদারের সাথে তার চাচাতো ভাই প্রাণ কৃষ্ণ হালদারের ৫০ শতাংশ নাল জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমিতে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে মিঠু লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে নিষ্পত্তির জন্য দায়িত্ব দেন। বিরোধ নিষ্পত্তি হওয়ার আগেই আজ সোমবার সকালে বিরোধীয় ওই জমিতে প্রাণকৃষ্ণের পুত্র মিঠু, ভবো, পরিতোষ ও গৌরি চাষাবাদ করতে গেলে কৃষক নারায়ণ চন্দ্র হালদার বাধা দেয়। এ সময় নারায়ণ চন্দ্র হালদারকে পিটিয়ে আহত করলে তার ডাক-চিৎকারে ডাঃ রুস্তম ফরাজী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী নারায়ণ চন্দ্র হালদারের কন্যা সাথী রাণী, স্ত্রী বেলা রাণী, শালিকা লাবণ্য নারায়ণ চন্দ্রকে বাঁচাতে এগিয়ে আসলে কলেজ ছাত্রী সাথীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও অন্যদের পিটিয়ে জখম করে।

স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন