১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

দৌলতখানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৪ অপরাহ্ণ, ০৯ আগস্ট ২০২০

বার্তা পরিবেশক দৌলতখান:: ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরে বুধবার বিকালে পূর্ণিমার প্রভাবে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে ১৫ কেজি করে জিআর’র চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকালে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীপুর ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন প্রমূখ।

চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন, পূর্ণিমার প্রভাবে মেঘনায় অস্বাভাবিক জোয়ারের পানি হঠাৎ বৃদ্ধি পেলে আমার ইউনিয়নে বেড়ি বাঁধের বাইরে বসবাসকারীদের বাড়িঘর তলিয়ে যায়। এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশে তাৎক্ষণিক তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি। ভবানীপুর ইউনিয়নের সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ৭ নম্বর ওয়ার্ড। আজ এ ওয়ার্ডে ১শ পরিবারের মধ্যে ১৫ কেজি করে জিআর’র চাল বিতরণ করা হয়েছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন