৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বিপুল পরিমান ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০১৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ মো. ওহিদুজ্জামান ওহিদ (৩৫) নামে এক চিহ্নিত মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বেলা ৩টায় উপজেলার পূর্ব সোহাগদল গ্রামস্থ মেহেদী বাগান এলাকায় এ সফল অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার ওহিদুজ্জামান ওহিদ পাশ্ববর্তী দক্ষিণ কৌরীখাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে এলাকায় সে সকলের কাছে কমবেশি মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে নিশ্চিত হওয়া গেছে।

 

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৮) পরিচালক লে. কর্নেল ফরিদুল আলম জানান, নেছারাবাদ থানা এলাকায় একটি টহল টিম ডিউটিকালে নিশ্চিত হয় পূর্ব সোহাগদল গ্রামস্থ সন্ধ্যা নদীর পাড়ে মেহেদী বাগানের ভেতর মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহল দলটি কৌশলগতভাবে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী সে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে।

 

সে মোতাবেক তার শরীরে তল¬াশি চালিয়ে ৫০২  পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রিত নগদ ২০হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন