৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

নেই মাস্কের ব্যবহার, জরিমানা গুনছেন পর্যটকরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। প্রতিদিন হাজার হাজার পর্যটক সৈকতে আসেন আনন্দ করতে। কিন্তু করোনাকালীন এ সময়টিতে নিরানন্দের হার অনেক বেশি। জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় বহু পর্যটক আসছেন সৈকত পাড়ে। কিন্তু করোনা থেকে বাঁচতে তাদের নেই মাস্কের কোনো ব্যবহার। তাই অল্প থেকে বেশি- জরিমানা গুনছেন তারা।

কক্সবাজারে করোনার সংক্রমণ রোধে পর্যটকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সৈকতের সবকটি পয়েন্টে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা ১১টায় সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে অভিযানে নামেন জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে সৈকতের বার্মিজ মার্কেট, বালিয়াড়ি ও সাগর তীরে যেসব পর্যটক ও ব্যবসায়ী মাস্ক ব্যবহার করেননি তাদেরকে জরিমানা করা হয়। বাদ পড়েননি পর্যটকরাও।

ফলে প্রশাসনের অভিযানে মুহূর্তে পাল্টা যায় সৈকত এলাকার চিত্র। জরিমানার ভয়ে ধুম পড়ে মাস্ক কেনার। দুপুর ১টা পর্যন্ত এই অভিযানে মাস্ক ব্যবহার না করায় ৪২ জন পর্যটক ও ব্যবসায়ীর কাছ থেকে ৬০২০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযান অব্যহত থাকবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন