৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

শিগগিরই আসছে শাওমির প্রথম গাড়ি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২১

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাজারে আসছে শাওমির গাড়ি। স্মার্টফোনের দুনিয়ায় শাওমি বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে অনেক আগেই। তবে গাড়ি তৈরির পরিকল্পনার কথা আরও আগে জানিয়েছিল। তবে এবার জানা গেল, ২০২৪ সালের প্রথমার্ধে গণহারে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে শাওমি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীদের এক অনুষ্ঠানে মন্তব্যটি করেন শাওমি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন। স্থানীয় সংবাদমাধ্যম সে খবর প্রকাশ করলে শাওমির পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়। শাওমির আন্তর্জাতিক বিপণন বিভাগের পরিচালক জাং জিয়ুয়ান খবরটি তার ভেরিফায়েড ওয়েইবো অ্যাকাউন্টে পোস্ট করেন।

এ খবরে শাওমির শেয়ারের দর ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়। ১২ মের পর এই প্রথম এক দিনে তাদের শেয়ারের দরে এতটা উত্থান দেখা গেল। চলতি বছরেই চীনা প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরির ঘোষণা দেয়।

লেই জুনের মন্তব্যে সেটির পরবর্তী বড় লক্ষ্য সম্পর্কেও আঁচ পাওয়া যায়। এর আগে নিজেদের ব্যবসায় আগামী ১০ বছরে ১০ বিলিয়ান ডলার বিনিয়োগ করতে চলেছে বলে নিশ্চিত করেছিল। আগস্টের শেষ ভাগে বিভাগটির আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন করে শাওমি।

গাড়ি তৈরির জন্য কর্মী নিয়োগ জারি রেখেছে শাওমি। তবে গাড়িগুলো নিজেরাই তৈরি করবে, নাকি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাবে, তা নিশ্চিত করেনি। শাওমি ইভি কোম্পানি লিমিটেড মূলত বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক ও অটোমোবাইলের বাজার হিসেবে পরিচিত। যদিও গাড়ির ব্যবসায় শাওমি কতটা সফল হবে তা এখনই বলা যাচ্ছে না।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন