৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

ব্রাজিলের হার দেখে অজ্ঞান কিশোর, নেয়া হলো হাসপাতালে

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৩:০৩ পূর্বাহ্ণ, ১০ ডিসেম্বর ২০২২

ব্রাজিলের হার দেখে অজ্ঞান কিশোর, নেয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিল হেরে যাওয়ায় এক কিশোর অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কিশোর ব্রাজিল সমর্থক। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে খেলা শেষে ব্রাজিলের পরাজয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে ওই কিশোর। বরগুনা শহরে ঘটে এই ঘটনাটি।

ওই কিশোরের নাম তাহসিন আলম (১৪)। সে বরগুনার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বড় পর্দায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনালের খেলা দেখছিল তাহসিন। টাইব্রেকারে ব্রাজিলের হারে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে অন্য দর্শকরা তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্য চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তির করাতে বলেন। জ্ঞান ফেরার পর ওই কিশোর সুস্থতাবোধ করায় স্বজনরা তাকে বাসায় নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক শামসুদ্দোহা শামস জানান, অত্যাধিক চাপ ও অতিরিক্ত উত্তেজনা সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে তাসিন। তবে এখন সে সুস্থ আছে।

উল্লেখ্য, ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন