৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ক্রেতারা দিশেহারা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩২ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ক্রেতারা দিশেহারা

কাউখালী প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতারা দিশেহারা। সোমবার কাউখালী হাটের দিনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, রমজান উপলক্ষে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে বিক্রি করছে। সাধারণ ক্রেতারা এক শ্রেণির অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি।

১ কেজি করলা ৮০ টাকা দরে বিক্রি আছে, ১ কেজি শসা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেড়শ ৭০ টাকা ধরে বিক্রি হচ্ছে । যে কোনো কাঁচা বাজারের তরকারি দাম ৪ দিনের ব্যবধানে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। লাল মুরগি ৩৫০ টাকা, সোনালী ৩২০, বয়লার ২২০ টাকা, খাসি এক হাজার টাকা, গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তরকারি ব্যবসায়ী আলামিন জানান, বাজারের সরবরাহ রকম থাকায় দাম একটু বৃদ্ধি পেয়েছে।

মুরগি ব্যবসায়ী আব্দুল করিম ও গরু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, রমজান মাসে ক্রেতাদের চাহিদা বেশি। সে তুলনায় মালের সরবরাহ কম। সাধারণ জনগণ বাজার মনিটরিং জোরদার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে।’

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন