৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে গলায় ফাঁস নিলো স্কুলছাত্রী

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ২৮ মার্চ ২০২৩

বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে গলায় ফাঁস নিলো স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যশোরের ঝিকরগাছায় বখাটেদের উত্ত্যক্তের শিকার এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ মার্চ) স্কুলের কোচিং থেকে বাসায় ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অনি রায় (১৩) নামের ওই কিশোরী।

অনি রায় ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে। সে ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অনি রায়ের ভাই অর্ঘ্য রায় জানান, প্রতিদিনের মতো তার বোন স্কুলে কোচিংয়ের জন্য যায়। কোচিং থেকে ফিরে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস নেয়।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর আগে সে তার এক বান্ধবীকে কল দিয়েছিল। কিন্তু সে ফোন রিসিভ করেনি। অর্ঘ্যের দাবি, তার বোন স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। সোমবারও কয়েকজন তার পিছু নিয়েছিল।

প্রত্যক্ষদর্শী উর্মি নামের একজন জানান, অনি অনেক জোরে জোরে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিল আর তিনটা ছেলে তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেওয়ার পরে অনির ভাই অর্ঘ্যের সঙ্গে তিন যুবকের কথা-কাটাকাটি হয়। তার দাবি, ওই তিন যুবকই অনি রায়কে উত্ত্যক্ত করতো।

ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, ‘অনি রায় স্কুলে কোচিং করতে এসেছিল। বাসায় ফিরে আত্মহত্যা করে। তবে তাকে কেউ উত্ত্যক্ত করতো কিনা জানা নেই।’

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত উত্ত্যক্ত করার কোনো প্রমাণ মেলেনি। এ বিষয়ে তদন্ত চলছে। কিশোরীর ভাই একটি অপমৃত্যু মামলা করেছেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন