৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

পিরোজপুরে আকস্মিক ঝড়ে গাছপালাসহ একাধিক বাড়িঘর বিধ্বস্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ৩০ মার্চ ২০২৩

পিরোজপুরে আকস্মিক ঝড়ে গাছপালাসহ একাধিক বাড়িঘর বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় হঠাৎ ঝড়ে গাছপালা ভেঙে পড়াসহ একাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ওপর দিয়ে অল্প সময়ের জন্য এ ঝড় বয়ে যায়। রাতেই উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, ইউএনও লুৎফুন্নেসা খানম ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ভবানীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত রেজাউল করিম সাংবাদিকদের জানান, ইন্দুরকানী সড়ক ওজনপথের রাস্তার পাশের চাম্বুল গাছ পড়ে আমার দুই ভাইয়ের টিনসেড পাকা ঘর ভেঙে গেছে। গাছ পড়ার শব্দে শুনে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বের হয়ে যাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম বরিশালটাইমসকে জানান, রাতের ঝড়ে গাছ পড়ে ভবানীপুর গ্রামের দুই ভাইয়ের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের ক্ষয়ক্ষতি দেখি এবং তাদের বাসস্থান ঠিক করার জন্য ব্যবস্থা গ্রহণ করি।’

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন