৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বাউফলে ফিল্মি স্টাইলে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর- লুটপাট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৩ অপরাহ্ণ, ৩০ মে ২০২৩

বাউফলে ফিল্মি স্টাইলে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর- লুটপাট

মো. জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের কৌখালী বাজারে তারেক সিকদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরে কতিপয় সন্ত্রাসী ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সুলতান মোহরির নির্দেশে তার ছেলে কবির, সাইদুল ও ভাইর ছেলে বাচ্চুর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি গ্রুপ এ হামলা চালায়। হামলাকারীরা তারেক সিকদারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ ১ লাখ টাকা নিয়ে যায় এবং ফ্রিজ ও টিভিসহ ৫-৬ লাখ টাকার মালামাল ভাঙচুর করে। এসময় হামলাকারীরা একটি গ্যারেজ ও দুটি বসতঘরে হামলা চালিয়ে দরজা, জানালা কুপিয়ে ক্ষতবিক্ষত করে।

এ ব্যাপারে সুলতান মোহরী বলেন, হামলার সঙ্গে আমরা জড়িত না। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তারা নিজেরা হামলা করে আমাদেরকে দোষারোপ করছে।

বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নিরু মিয়া বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন