৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, মাদক ব্যবসায়ির কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৫ অপরাহ্ণ, ০৪ ডিসেম্বর ২০১৭

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করায় মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ড দেয়া হয়েছে। সোমবার এ দন্ড দেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম। দন্ডিত জিলানুর রহমান রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

তিনি বরিশালের উজিরপুর জয়শ্রী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান হাওলাদারের ছেলে। আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৪ সালের ১৫ ফেব্র“য়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় আজিজ মাস্টারের বাড়ির পশ্চিম পাশের মাঠে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় জিলানুর ইব্রাহিম নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করে।

পরে একটি রক্তমাখা ছুরি, ১২ পুড়িয়া হেরোইন ও ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই জেলা ডিবি পুলিশের এসআই খলিলুর রহমান বাদী হয়ে মামলা করেন। একই বছরের ২৫ জুন আদালতে চার্জশীট জমা দেয় উজিরপুর থানা পুলিশের এসআই হুমায়ুন কবির। মামলায় ১১ জনের সাক্ষ্য নিয়ে এই দন্ড দেয়া হয়।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন