৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫২ অপরাহ্ণ, ১১ জুন ২০১৮

জাপান শুধু দ্রুতগতির বুলেট ট্রেনের দেশই নয়, দেশটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেনও। আর এ বিলাসবহুল ট্রেনের টিকিটের চাহিদাও কম নয়। রীতিমতো লটারি করে বিক্রি করা হয় ট্রেনটির টিকিট।

সেভেন স্টারস নামে ট্রেনটির সজ্জা রীতিমতো চমকে দেওয়ার মতো। এতে প্রবেশ করলে যে কেউ কাঠের ইন্টেরিয়র দেখলে পুরনো আমলের জাপানি বনেদি ভাবের সঙ্গে পরিচিত হতে পারবেন।

ট্রেনটির ইন্টেরিয়র ডিজাইনার ৭০ বছর বয়সী ইজি মিতুকা। তিনি বলেন, ট্রেনটির ইন্টেরিয়রের জন্য সবকিছুই নতুন করে ডিজাইন করা হয়েছে। এমনকি এর সিট, লাইটিং, ফার্নিচার, থিম ও অন্যান্য সজ্জাতে প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণ রয়েছে- যা আগে কেউ দেখেনি।

ট্রেনটির ভেতরের করিডরে রয়েছে মূল্যবান পোর্সেলিনের সজ্জা, যা বিশেষভাবে হাতেই তৈরি করা হয়েছে। লাউঞ্জে রয়েছে কুকিমো নামে জাপানি কাঠের কারুকাজ।

এছাড়া ট্রেনটিতে রয়েছে ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনের ব্যবস্থাও।

ট্রেনটিতে যে খাবার পরিবেশন করা হয়, তাও অন্য কোনো ট্রেনে পাওয়া যাবে না। জাপানি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এখানে, যা রীতিমতো ফাইভ স্টার হোটেলের খাবারের সমতুল্য।

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন