৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

কলাপাড়ায় মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৪ অপরাহ্ণ, ১২ জুলাই ২০১৮

পটুয়াখালীর কলাপাড়ায় মারামারি থামাতে গিয়ে বাদশা শিকদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের চাচাতো ভাই চাঁন মিয়াসহ অন্যান্যরা বাদুলতলী গ্রামের বিরোধপূর্ণ জমিতে হালচাষ করছিলেন। এ সময় তাদের অপর চাচাতো ভাই জাহাঙ্গীর তার লোকজন নিয়ে ওই কাজে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু যায়। এসময় মারামারি থামাতে কৃষক বাদশা এগিয়ে গেলে তাদের ধাক্কায় তিনি মাটিতে পড়ে আহত হয়। পরে তাকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) আলী আহম্মদ জানান, দুপুরে পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন