৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

গোপনে কম্পিউটার স্ক্রিনের তথ্য নিতে পারে হ্যাকাররা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৬ অপরাহ্ণ, ০২ সেপ্টেম্বর ২০১৮

ওয়েবক্যাম বা মাইক্রোফোন চালু করে গোপনে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে কোন ওয়েবসাইট চালু আছে জানতে পারে হ্যাকাররা। শুধু তা-ই নয়, ব্যবহারকারীরা সাইটগুলোতে কোন ধরনের ছবি বা ভিডিও দেখেন তা-ও জানতে পারে। ওয়েবক্যাম বা মাইক্রোফোন কম্পিউটার থেকে দূরে থাকলেও এমনটি করতে পারে তারা। জানিয়েছে, মিশিগান বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

তাঁদের দাবি, এলসিডি প্রযুক্তিনির্ভর কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন থেকে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দতরঙ্গ বের হয়, যা খালি কানে শোনা যায় না। আর এই শব্দতরঙ্গ ওয়েবক্যাম বা মাইক্রোফোনের মাধ্যমে হ্যাকাররা গোপনে সংগ্রহ করে। পরে মেশিন লার্নিং অ্যালগারিদম কাজে লাগিয়ে, শব্দতরঙ্গগুলো পর্যালোচনা করে স্ক্রিনে কোন ধরনের ছবি বা ভিডিও দেখা হচ্ছিল তা জানতে পারে হ্যাকাররা। এসব ছবি ও ভিডিও পর্যালোচনা করে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ওপর নজরদারির পাশাপাশি তাদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে জানানো সম্ভব।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন