৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

সব শক্তি দিয়ে ড. কামাল হোসেনকে সহায়তা করব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৫ অপরাহ্ণ, ০৫ নভেম্বর ২০১৮

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আজ থেকে আমি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলাম। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থেকে ড. কামাল হোসেন আমাদের আইনি সহায়তা দেবেন। আর আমরা বাকিরা দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে যুদ্ধ করব। জাতির মুক্তির জন্য একসঙ্গে কাজ করব।

আজ সোমবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুভূতি ব্যক্ত করেন।

কাদের সিদ্দিকী বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য, দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা ড. কামালের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার করছি। আমরা সব শক্তি দিয়ে ড. কামাল হোসেনকে সহায়তা করব। দেশের মানুষের মুক্তির জন্য যতটা সম্ভব কাজ করব।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, অনেক দিন পরে হলেও প্রধানমন্ত্রী আলোচনায় বসেছেন। প্রধানমন্ত্রী যে মুহূর্ত থেকে আলোচনায় বসেছেন, সে মুহূর্ত থেকে দেশের অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজাহান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন