৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

হাসপাতাল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০১৮

নাটোরে একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই হাসপাতালের নারী ব্যবস্থাপক মিতা খাতুনের (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতালে মিতা খাতুনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিতা খাতুন জেলার নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামের লাল মোহাম্মদের মেয়ে।

খবর পেয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকাল ৬টার দিকে হাসপাতালের মূল গেটের তালা খুলে দিয়ে মিতা তার রুমে চলে যান। এরপর সকাল ১০টার দিকে রোগীর স্বজনরা ওই নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে হাসপাতালের স্টাফ পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, কী কারণে মিতাকে এভাবে গলা কেটে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানতে পারেনি। তবে হত্যা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন