৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বাবুগঞ্জে স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে অ্যাডভোকেসি সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৯ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বাবুগঞ্জে স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে অ্যাডভোকেসি সভা

✪ আরিফ আহমেদ মুন্না ॥ শিশু-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষাসহ সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে বাবুগঞ্জে জিও-এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সেইন্ট-বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।

উপজেলা নাগরিক অধিকার কমিটির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, উপজেলা নাগরিক অধিকার কমিটির সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার।

সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সহকারী মাজেদা আক্তার মুক্তা ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মাসুদ আহমেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম আতিক প্রমুখ।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহায়তায় অনুষ্ঠিত ওই অ্যাডভোকেসি সভায় শিশু-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সার্বিক চিত্রের তথ্য প্রদর্শনী উপস্থাপন করেন সংস্থার প্রতিনিধি উৎকলিত রহমান। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জিও-এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন। #

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন